ফ্রান্সের তৈরি ৮৫ কোটি টাকার সাপের বিষ ঢাকায় উদ্ধার, গ্রেফতার ৫
ফ্রান্স থেকে নিয়ে আসা ৮৫ কোটি টাকা মূল্যের ১২পাউন্ড সাপের বিষ রাজধানীর খিলগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য বলে জানায় র্যাব।
বিষয়টি নিয়ে দুপুরে ব্রিফিং করে র্যাব। সেখানে র্যাব জানায়, তারা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা সাপের বিষ বিশ্বের বিভিন্ন দেশে থেকে পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২পাউন্ড সাপের বিষ, ৬টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল জব্দ করা হয়।
ফ্রান্সেই তৈরি হওয়া বিষগুলো তরল, ক্রিস্টাল ও পাউডার ধরণের ছিলো। বিষগুলো দামি ওষুধ ও মাদক দ্রব্যে ব্যবহারের উদ্দেশে সংগ্রহ করা হয় বলে ব্রিফিং এ জানানো হয়।
বিশেষ গোষ্ঠির ব্যাপক চাহিদা থাকার কারণেই এই চক্র সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। চক্রটির সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব।